সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা
সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার পূর্বাভাস দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বাড়ছে।
আজ সোমবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যে জানা যায়, দুপুর দেড়টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত কয়েকদিন এই নদীর পানি বিপৎসীমার নিচে ছিল।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৩২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।’
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবননগর গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়াও, জেলার অন্যান্য নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার সাজ্জাদ মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘গত কয়েকদিন আগে বন্যায় আমার ঘরে প্রায় কোমর পানি ছিল। জিনিসপত্র সরাতে না সরাতেই পানি ওঠে গিয়েছিল। আবার একইভাবে কি বাড়িতে পানি ঢুকবে? অন্য কারো বাসায় গিয়ে উঠতে হবে আশ্রয়ের জন্য, এছাড়া আর উপায় নেই।’
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সূত্র ডেইলি স্টারকে জানায়, জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments