ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট কাল থেকে চালু
ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পুনরায় চালুর পর, আগামীকাল থেকে ঢাকা-রাজশাহী রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে এসব ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় রাজশাহী বিমানবন্দরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বন্ধ ছিল উড়োজাহাজ চলাচল।
প্রায় চার মাস ফ্লাইট স্থগিত থাকার পর, ঢাকা-রাজশাহী রুটে আগামীকাল থেকে দেশের দুই বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার প্রত্যেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ১০টায় ও দুপুর আড়াইটায় এবং নভোএয়ারের ফ্লাইট প্রতিদিন সকাল সাড়ে ১০টায় এবং বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে সংস্থা দুটির কর্মকর্তারা জানিয়েছেন।
Comments