সৈকতে ভেসে আসা বর্জ্যের উৎস কী
এতদিন সমুদ্রে যা ছুড়ে ফেলেছেন, এখন সমুদ্র সেই আবর্জনাই ছুড়ে ফেলছে আপনার দিকে। হঠাৎ করে শত শত টন বর্জ্যে সয়লাব হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত।
প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্যের সঙ্গে ভেসে এসেছে ছেঁড়া নাইলনের জাল। এতে আটকে মারা পড়ছে সামুদ্রিক প্রাণী। ছেঁড়া জালে আটকে মারা গেছে ৪০টির বেশি কচ্ছপ। উদ্ধার করে সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে শতাধিক কাছিম।
গত ১১ জুলাই মধ্যরাত থেকে হঠাৎ এসব বর্জ্য ভেসে আসতে শুরু করে। বেলাভূমির কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বর্জ্য।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদন...
Comments