সাহাবুদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল গ্রেপ্তার

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি।

করোনার ভুয়া রিপোর্ট তৈরি ও অনুমোদনহীন কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে করা মামলায় সাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে ফয়সাল আল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত এবং কর্মকর্তা সাহরিজ কবিরের বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

আবুল হাসনাত ও সাহরিজ কবিরকে গতকাল র‍্যাবের অভিযানে আটক করা হয়। তাদের দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

Comments