রোনালদোর কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ

ছবি: এএফপি

লাৎসিওর বিপক্ষে জোড়া গোল করে জুভেন্টাসকে জয়ে ফেরানোর ম্যাচে ব্যক্তিগত অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সামনে রয়েছে আরও নতুন রেকর্ড গড়ার হাতছানি। আর এসব রেকর্ডগুলোকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখেন এ পর্তুগিজ তারকা। তবে তার আগে দলের জয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

সিরি আয় সোমবার লাৎসিওকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। সে ম্যাচে গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আতে গোলের হাফসেঞ্চুরি করার কীর্তি গড়েছেন রোনালদো। একই সঙ্গে সিরি আয় দ্রুততম ৫০ গোলের মালিক এখন তিনি। খেলতে হয়েছে মাত্র ৬১ ম্যাচ। গেল ২৫ বছরে (১৯৯৪-৯৫ মৌসুম থেকে) এত কম ম্যাচ খেলে ইতালিয়ান লিগে কেউ গোলের হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি। এসি মিলান ফরোয়ার্ড আন্দ্রে শেভচেঙ্কোর ৫০ গোল করতে লেগেছিল ৬৮ ম্যাচ।

তুরিনের বুড়িদের হয়ে লিগে কমপক্ষে ৩০ গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় হয়েছেন রোনালদো।এর আগে ১৯৩৩-৩৪ মৌসুমে ফেলিস বোরেল ৩১ গোল ও  ১৯৫১-৫২ মৌসুমে জন হ্যানসেন ৩০ গোলের দেখা পেয়েছিলেন। আগের দিনের প্রথম গোলটি ছিল ইতালির শীর্ষ লিগে তার ৫০তম লক্ষ্যভেদ। গোলটি পেয়েছিলেন পেনাল্টি থেকে। তাতে রেকর্ড ভেঙেছেন রবার্তো ব্যাজ্জিওর। চলতি মৌসুমে ১২ পেনাল্টি শটের সবগুলো থেকে গোল করে ১৯৯৭/৯৮ মৌসুমে গড়া ব্যাজ্জিওর রেকর্ড ভাঙেন তিনি।

এছাড়া সামনে রয়েছে আরও একটি রেকর্ডের হাতছানি। আর ৫টি গোল করলে ইউরোপিয়ান গোল্ডেন শু'র দৌড়ে বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদভস্কিকে টপকে যাবেন। ৬ গোল করতে পারলে সিরি আর সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিবেন। এর আগে ২০১৫-১৬ সালে নাপোলিতে থাকা অবস্থায় ৩৬টি গোল দিয়ে সিরি আয় সর্বোচ্চ গোলের রেকর্ডটি করেছিলেন রোনালদোর বর্তমান সতীর্থ গঞ্জালো হিগুয়েইন।

তবে এ সব রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন রোনালদো। যদিও এর মধ্যেই লিগ শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'রেকর্ড সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে দলের জয় তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা দারুণ একটি দল এবং সেটা আজ প্রদর্শন করেছি, যদিও আমরা সবসময় উন্নতি করতে চাই। এ সব জিনিসগুলো দারুণ। ধারাবাহিকভাবে ম্যাচ জিতলে স্বাভাবিকভাবেই শিরোপা চলে আসবে।'

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago