অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার হবে ভারতেও

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতেও।
প্রতীকী ছবি: এনডিটিভি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতেও। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অক্সফোর্ডের গবেষকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া।

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ধাপে ভ্যাকসিনটি ‘নিরাপদ’ এবং প্রতিরোধ ক্ষমতা ‘উজ্জীবিত’ করে বলে দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা বলেন, ‘এই ভ্যাকসিন পরীক্ষার ফল খুবই ইতিবাচক। আমরা খুবই খুশি।’

ভ্যাকসিনটি ভারতীয় বাজারে ছাড়ার ক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রেখে কোনও রকম তাড়াহুড়া করা হচ্ছে না বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা।

তিনি বলেন, ‘ভারতে এই ভ্যাকসিন পরীক্ষার অনুমতি পাওয়ার জন্য আমরা এক সপ্তাহের মধ্যে ভারত সরকারের কাছে আবেদন করবো। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। পাশাপাশি, আরও বড় পদক্ষেপ হিসেবে আমরা খুব তাড়াতাড়ি ভারতে এই ভ্যাকসিন উৎপাদনের কাজও শুরু করব।’     

সোমবার, চিকিৎসা সাময়িকী ‘ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন নিরাপদ ও করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

বিবিসি জানায়, প্রথম ধাপে ১০৭৭ জন স্বেচ্ছাসেবককে এ টিকা দেওয়ার পর তাদের দেহে অ্যান্টিবডি ও টি-সেল তৈরি হয়েছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখে। তাছাড়া, এ টিকা প্রয়োগে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। ‘এজেডডি১২২২’ নামের করোনা ভ্যাকসিনটি তৈরির জন্য অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

8m ago