চট্টগ্রামে করোনায় মৃত পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) মারা যাওয়া সদস্যদের সন্তানদের বিনা খরচে পড়ালেখার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুল।
মঙ্গলবার নগরীর দামপাড়াস্থ সিএমপির সদর দপ্তরে কমিশনার জনাব মো. মাহাবুবর রহমানের কাছে এ সংক্রান্তে একটি প্রস্তাবনা হস্তান্তর করেছেন স্কুলটির প্রিন্সিপাল জি সি ত্রিপাঠি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে তাদের পরিবারের সন্তানদের মধ্যে পাঁচ জনকে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ন্যাশনাল কারিকুলামে তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিতে ইচ্ছুক।’
সিএমপিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক উপপুলিশ কমিশনারসহ মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য আর আক্রান্ত হয়েছেন সাড়ে তিন শতাধিক।
Comments