সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকদের বিও হিসাব জব্দ

পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কর্মকর্তাদের বিও হিসাব জব্দ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তারা লভ্যাংশ ঘোষণা করলেও তা পরিশোধ করেনি। উপরন্তু বিএসইসিকে জানিয়েছে পরিশোধ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিত গতকাল সোমবার কমিশন কোম্পানির সব পরিচালকদের বিও হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেয় যেন তারা কোন ধরনের শেয়ার বিক্রি করতে না পারে।
এছাড়া কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সরেজমিন পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। যা আগামী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।
জানা গেছে, সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন ২০১৯, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। গত ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তারা এক মাসের মধ্যে চিঠি দিয়ে বিএসইসিকে জানায় তারা সব বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দিয়েছে।
কিন্তু অনেক বিনিয়োগকারী বিএসইসি ও ডিএসইতে লভ্যাংশ না পাওয়ার অভিযোগ করে। যার পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, বলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।
এ বিষয়ে জানতে কোম্পানির শেয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা জামাল উদ্দিনকে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
Comments