দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর দক্ষিণখান এলাকায় বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার সকালে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত আনুমানিক দেড়টার দিকে আমাদের কাছে তথ্য আসে একদল অস্ত্র ও মাদক চোরাকারবারি দক্ষিণখানের আশিয়ান সিটি এলাকার দুই নম্বর গেটে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেতে দুর্বৃত্তরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।’
‘এক পর্যায়ে অস্ত্র ও মাদক চোরাকারবারি পালিয়ে গেলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে একজন র্যাব সদস্য আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির নাম রিপন বলে জানিয়েছেন। তিনি দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। তিনি একজন অস্ত্র চোরাকারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৬টি মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
Comments