কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত
কক্সবাজার জেলার টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রশিদুল্লাহ (২৭) নামে এক রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছেন।
আজ বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাটস্থ পাহাড়ি এলাকায় ‘ডাকাত’ ও র্যাব-১৫ এর সদস্যদের মধ্যে এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে র্যাব।
আরও জানানো হয়, এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন এবং দুটি দেশি লম্বা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজারের আওতাধীন টেকনাফ সিপিসি-১ এর অপারেশন কমান্ডার সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত রশিদুল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের শফিকুল্লাহ এর ছেলে। তিনি একজন ডাকাত। তিনি রোহিঙ্গা সন্ত্রাসী দল খালেক গ্রুপের সদস্য। র্যাব নিজস্ব তথ্যদাতার মাধ্যমে জানতে পারে যে হ্নীলা দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় একদল ডাকাত সংঘবদ্ধ হয়েছে। সেই সূত্রে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।’
‘র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা আকস্মিকভাবে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’ বলেও জানান তিনি।
বিভিন্ন সূত্রের মাধ্যমে নিহত রশিদুল্লাহর পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Comments