আলাস্কা উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে আজ বুধবার সকালে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আলাস্কার পেরিভিলে অঞ্চল থেকে ৯৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
স্থলভাগ থেকে এর কেন্দ্রস্থলের গভীরতা ১০ কিলোমিটার ছিল বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের কারণে ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন।
Comments