নোয়াখালীতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চাটখিলে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুস সাত্তার (৩৫) সদর উপজেলার আন্ডারচর গ্রামের কালু মিয়ার ছেলে।
এ ঘটনায় আজ বুধবার সকালে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত ব্যক্তির মৃতদেহ ও তার অটোরিকশা উদ্ধার করতে পারলেও তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যার পর চাটখিল-বদলকোট সড়কে ফেলে রেখে গেছে।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
‘ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ছোটভাই জামাল উদ্দিন বাদি হয়ে আজ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেছেন।’
‘পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে’ বলে যোগ করেন তিনি।
নিহতের আত্মীয় গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাত্তার গত ১৯ দিন আগে আন্ডারচর নিজ এলাকা থেকে চাটখিলে আসে। এলাকায় সে ইটভাটার কাজ করলেও গত কয়েকদিন ধরে চাটখিলে এসে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছিল। প্রতিদিনের মতো গতকালও সে রিকশা নিয়ে বের হয়। তার ব্যবহৃত মোবাইলটি লাশের সঙ্গে পাওয়া যায়নি।’
Comments