ইলেক্ট্রনিক পদ্ধতিতে চার লাখ দরপত্রের মাইলফলক

সরকারের কেন্দ্রীয় দরপত্র আহ্বানের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) মাধ্যমে আহ্বান করা দরপত্রের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। আজ ই-জিপিতে দরপত্রের সংখ্যা চার লাখ ১১০টিতে পৌঁছেছে। এসব দরপত্রের মোট মূল্যমান চার লাখ ১০ হাজার কোটি টাকা।

সরকারের কেন্দ্রীয় দরপত্র আহ্বানের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) মাধ্যমে আহ্বান করা দরপত্রের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। আজ ই-জিপিতে দরপত্রের সংখ্যা চার লাখ ১১০টিতে পৌঁছেছে। এসব দরপত্রের মোট মূল্যমান চার লাখ ১০ হাজার কোটি টাকা।

আজ বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই পর্যন্ত মোট ১,৩৬৫টি সরকারি ক্রয়কারী সংস্থার মধ্যে ১,৩৪৩টি ই-জিপির আওতায় এসেছে। আর ই-জিপিতে নিবন্ধিত দরদাতার সংখ্যা ৭৪,৩৯৫। ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতা উভয়ই তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ই-জিপি ব্যবহার করে এর সুফল পাচ্ছে। এর মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সহজ ও দ্রুত হওয়ার পাশাপাশি সময় ও অর্থেরও সাশ্রয় হচ্ছে। টেন্ডার নিয়ে আর কোন ঝামেলাও হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি সেবা ডিজিটাইজেশনের অংশ হিসেবে ২০১১ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-জিপির উদ্বোধন করেন। ওই বছর চারটি বড় ক্রয়কারী সংস্থা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষামূলকভাবে অনলাইন টেন্ডারিং চালু করে। পরীক্ষামূলক অনলাইন টেন্ডারিংয়ে সফলতায় ২০১২ সাল থেকে সরকারি বিভিন্ন ক্রয়কারী সংস্থা সিপিটিইউ এর ই-জিপি বাস্তবায়ন শুরু করে।

উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রায় ৮০ শতাংশ এবং জাতীয় বাজেটের প্রায় ৪৫ শতাংশ অর্থ সরকারি ক্রয়ে ব্যয় হয়।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago