রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদি
ভারতের অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ আগস্ট ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
আজ বুধবার পুণেতে শ্রীরাম তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিরোধে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আমন্ত্রিত অতিথির তালিকা ছোট করা হয়েছে। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
স্বামী গোবিন্দদেব গিরি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না। তাদের ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’
মন্দির নির্মাণকারী ট্রাস্টের পক্ষে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন:
Comments