হাতিরপুলে আগুনে চিকিৎসক দম্পতি দগ্ধ
রাজধানীর হাতিরপুলের একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছেন চিকিৎসক দম্পতি ডা. রাজীব ভট্টাচার্য (৩৬) ও ডা. অনুসূয়া ভট্টাচার্য (৩২)। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক দম্পতির স্বজনেরা জানিয়েছেন, গতকাল রাত ১টার দিকে বাসায় হ্যান্ড স্যানিটাইজারে সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে।
রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক এবং অনুসূয়া বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসক।
রাজিবের বন্ধু ডা. সুদীপ দে বলেন, ‘ঘটনার সময় রাজীব-অনুসূয়া ছিল বাসায়। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদার বাড়িতে আছে। আমরা জানতে পেরেছি, গত রাতে রাজীব একটি বড় বোতলে থাকা হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালার সময় স্যানিটাইজার নিচে পড়ে গেলে, রাজীবের সিগারেট থেকে আগুন ধরে যায়। এতে রাজীবের শরীরে আগুন লাগে আর তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার স্ত্রী অনুসূয়া। তবে অন্য কোনভাবে দগ্ধের ঘটনা হয়েছে কিনা তা আমরা জানতে পারি নাই।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রাজীবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রী অনুসূয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অনুসূয়ার অবস্থাও গুরুতর।
তিনি বলেন, হ্যান্ড স্যানিটাইজার থেকে অনেক সময় আগুনের ঘটনা ঘটতে পারে। তাদেরও এমনটাই হয়েছে বলে শুনেছি।
Comments