এইচপি ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কাতেও

ছবি: বিসিবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতে থাকায় ধীরে ধীরে সচল হয়ে উঠছে ক্রিকেট অঙ্গন। এরমধ্যেই ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন অনেক ক্রিকেটারই। এবার হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) চালু করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি প্রয়োজনে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাতেও এ ক্যাম্প আয়োজনের চিন্তা করছে তারা।

এইচপি দলকে শ্রীলঙ্কা সফরে পাঠানোর আলোচনা চলছে। আর এ কারণেই খেলোয়াড়দের অনুশীলনে ফেরানোর চিন্তা করছে তারা। আজ (২২ জুলাই) এইচপি কমিটির বৈঠক শেষে চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'শ্রীলঙ্কা যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতির দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে।'

দেশে পর্যাপ্ত সময় সুযোগ না পেলে শ্রীলঙ্কাতেও এইচপি ক্যাম্প করার চিন্তার কথা জানান তিনি 'সেটাও (শ্রীলঙ্কা গিয়ে ক্যাম্প) হতে পারে, এখানেও হতে পারে শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। তো সেটাও আমাদের মাথায় আছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।'

তবে করোনাভাইরাসের কারণে সাম্প্রতিক সময়ের বাস্তবতার চিত্রও তুলে ধরেন দুর্জয়, 'কোনো কিছুই আগের মতো নেই। এখন চাইলেই শুরুর করার ব্যাপারটা আমাদের হাতে না, তারপরেও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, কারণ একাডেমির ওখানে যদি অনুশীলন ক্যাম্প শুরু করি সেখানে খেলোয়াড়দের অ্যাকোমোডেশন, তাতের ক্যাটারিং, স্বাস্থ্যবিধি এসবের ব্যাপারে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই করে চিন্তা করতে হচ্ছে।'

'কীভাবে করা যায় সে জিনিসগুলো নিশ্চিত করা নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এবং সেগুলো যখন আবার আসবে... আমরা আবার বসবো এই প্রস্তাবগুলো নিয়ে। তারপর কীভাবে শুরু করা যায় সেটা নিয়েই আমরা সবাই আলোচনা করেছি।' - যোগ করে আরও বলেন দুর্জয়।

উল্লেখ্য, জাতীয় দলের পাইপলাইন তৈরি উদ্দেশ্যে গঠিত এইচপি ক্যাম্প আগামী আগস্ট থেকে শুরু চিন্তা করছে বিসিবি। জানা গেছে এর জন্য ২৬ জন ক্রিকেটারের তালিকাও তৈরি করে রেখেছেন নির্বাচকরা।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

45m ago