তৃতীয় পরীক্ষায়ও করোনা পজেটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো
তৃতীয়বারের স্বাস্থ্য পরীক্ষায়ও করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
রয়টার্স জানায়, গত ৭ জুলাই করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ নিয়ে তিন বার তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তৃতীয় পরীক্ষায়ও তার করোনা পজিটিভ এসেছে।
বুধবার, দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২১ জুলাই, মঙ্গলবার প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করে আবারও পজিটিভ শনাক্ত হয়েছে। তবে, প্রেসিডেন্ট বলসোনারো এখন অনেকটাই সুস্থ আছেন, মেডিকেল দল তার সঙ্গে রয়েছে।’
একাধিকবার কোভিড-১৯ কে ‘সামান্য ফ্লু’ বলে মন্তব্য করায় সমালোচিত হয়েছেন বলসোনারো।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৯ হাজারেরও বেশি। মারা গেছেন ৮১ হাজার ৪৮৭ জন।
Comments