শীর্ষ খবর

সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পুলিশের কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
Shahed
সংগৃহীত

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পুলিশের কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘র‌্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আজ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত ১৫ জুলাই র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

সাহেদ গ্রেপ্তার: মানুষ কেন সন্দেহ করে?

বহুরূপী সাহেদ

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘প্রতারণা করেছিলেন’ সাহেদ

শুনানিতে করোনায় আক্রান্ত দাবি করে কাঁদলেন সাহেদ

সাহেদ ও রিজেন্ট হাসপাতালের দুই কর্মকর্তা রিমান্ডে

সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় আনা হয়েছে

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

46m ago