ওয়াশিংটনের চীনা দূতাবাসে হত্যা-হামলা হুমকির অভিযোগ বেইজিংয়ের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চীনা দূতাবাসে বোমা হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং।
রয়টার্স জানায়, এই হুমকির জন্য মার্কিন সরকারকে দায়ী করছে চীন।
বুধবার, এক টুইটে হুয়া চুনিং বলেন, ‘মার্কিন সরকারের ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ফলে চীনা দূতাবাসে বোমা হামলা ও হত্যার হুমকি এসেছে।’
এর আগে, মঙ্গলবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধ করতে বেইজিংকে নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বুধবার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগ্যান ওর্টাগাস এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকার মেধাস্বত্ব ও ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য আমরা হিউস্টনের পিআরসি (গণপ্রজাতন্ত্রী চীন) কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে ‘নজিরবিহীন স্পর্ধা’ হিসেবে উল্লেখ করেছে চীন।
Comments