শিবচর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়

পদ্মায় বিলীন চরাঞ্চলের বাতিঘর

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দিন মাদবরেরকান্দি এলাকার এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দিন মাদবরেরকান্দি এলাকার এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বন্দরখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল বলেন, ‘গতকাল বুধবার রাত ১১টার দিকে স্কুল ভবন থেকে হঠাৎ একটি আওয়াজ আসে। সেখানে নৌকাযোগে গেলে, স্কুল ভবনের মাঝখানে ফাটল দেখা যায় এবং ভবনটি হেলে পড়ে।’

ছবি: সংগৃহীত

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘স্কুল ভবনটি ঝুঁকির মধ্যে ছিল। তবে, বিভিন্ন কারণে স্কুলটি সেখান থেকে সরানো হয়নি। পদ্মা নদীর তীব্র স্রোতের জন্য ভবনটি ভেঙে পড়েছে।’

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘ওই এলাকায় নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেছি। কিন্তু, পদ্মার তীব্র স্রোতে সবকিছু ভেসে গেছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি চরাঞ্চলের বাতিঘর। চরের ছোট ছোট প্রায় ২৪ টি গ্রামের ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের বেশিরভাগ পদ্মার চরের। এই বিদ্যালয়ের কারণেই চরের এসব গ্রামে শিক্ষা পৌঁছে গেছে। এটিই ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন, বহুতল ভবন ও আধুনিক সুবিধা সম্বলিত উচ্চ বিদ্যালয়।

ছবি: সংগৃহীত

ভবনটি ২০০৯ সালে নির্মিত হয়। ভবনটি যখন তৈরি হয়, তখন পদ্মা নদী থেকে বিদ্যালয়টির দূরত্ব ছিল চার কিলোমিটার।

এ ছাড়াও, বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ও একটি বাজার পদ্মার ভাঙনের হুমকিতে আছে বলে স্থানীয়রা জানায়।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago