লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুখোশ পরিহিত অবস্থায় একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে স্থানীয় তিতার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আহত ব্যবসায়ী মো. হাসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত কিংবা আটক করতে পারে নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত হাসানের ছোট ভাই আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার ভাই স্থানীয় মনার বাড়ি এলাকার একটি বড় মুদি দোকান ব্যবসায়ী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে আসেন। পরে রাতের খাবার খেয়ে পুকুর ঘাটে পায়চারি করছিলেন। রাত ১২ টার দিকে ৫-৬ জনের মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী পেছন দিক থেকে মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা তার পেটে গুলি করে। গুলির শব্দ পেয়ে ঘর থেকে লোকজন বের হয়ে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

‘তবে, কারা কী কারণে এ হামলা করেছ তা জানা যায়নি। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সেবা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,’ বলেন হাসানের ছোট ভাই।

আহত হাসানের মামা শাহজাহান বলেন, ‘শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানের পেটে ও শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়। কিন্তু, অপারেশন সাকসেসফুল হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।’

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিনতানুর রহমান সহ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন। তবে, আহত ব্যবসায়ী হাসানের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

 

 

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

46m ago