নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের চর কাঁকড়া গ্রামে ডা. সিরাজুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের চর কাঁকড়া গ্রামে ডা. সিরাজুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল বাড়ির লোকজনের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা ও ১০টি দামি মুঠো ফোনসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক ডা. সিরাজুল ইসলাম শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ডাকাতির খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-প্রশাসন) দীপক জ্যোতি খীসা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চর কাঁকড়া গ্রামের ডা. সিরাজুল ইসলামের বসত ঘরের টিনের বেড়া কৌশলে কেটে ১০-১২ জনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের লোকজনদের ঘণ্টাব্যাপী জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারবে বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় আজ শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করতে অভিযান শুরু করেছে।’

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago