উত্তরবঙ্গ রুটে ১০ ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পরে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এসএম রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় রেলওয়ে স্টেশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছিল। লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল ৮টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। সকাল সোয়া ৯টার দিকে ট্রায়াল শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’
Comments