মেসিকে দলে টানার গুঞ্জন উড়িয়ে দিলেন ইন্টার কোচ

চলতি মৌসুম শেষে লিওনেল মেসির ইন্টার মিলানে যোগ দেওয়ার গুঞ্জন চলছে গেল কয়েক মাস ধরে। সম্প্রতি আরও ডালপালা মেলেছে তা। কারণ, আর্জেন্টাইন তারকার বাবা জর্জ মেসি মিলানে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাতে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু ইতালিয়ান ক্লাবটির কোচ আন্তোনিও কন্তে মেসিকে দলে টানার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।
শনিবার রাতে জেনোয়াকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার। এই জয়ে সিরি আর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ৩৬ ম্যাচে তাদের অর্জন ৭৬ পয়েন্ট। খেলা শেষ হওয়ার পর মেসির বিষয়ে মুখ খুলতে হয় কন্তেকে। স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ছেড়ে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের ইন্টারে নাম লেখানোর জল্পনা-কল্পনা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ‘আমরা ফ্যান্টাসি (কল্পনাপ্রসূত) ফুটবল নিয়ে কথা বলছি। বিভিন্ন কারণে ইন্টারের পক্ষে এমন কিছুর দিকে এগোনো সম্ভব না।’
জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ কন্তে যোগ করেছেন, ‘আমি মনে করি না পৃথিবীতে এমন কোনো পাগল আছে যে মেসিকে চায় না। তবে আমাদের এবং আমরা যা গড়তে চাই তা থেকে সে অনেক দূরে অবস্থান করছে।’
৩৩ বছর বয়সী মেসি তার পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন বার্সার জার্সিতে। দলটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২১ সালে। তবে কিছু দিন আগে স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, তিনি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা বন্ধ করে দিয়েছেন এবং আগামী বছর চুক্তির মেয়াদ শেষে কাতালান ক্লাবটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।
কন্তের পাশাপাশি ইন্টারের প্রধান নির্বাহী জিউসেপ্পে মারোত্তাও গুঞ্জনে ঢেলে দিয়েছেন জল, ‘লিও আমাদের লক্ষ্য নয় এবং আমার মনে হয় না সে বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যেতে চায়।’
Comments