ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান বরখাস্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শনিবার শারমিন জাহানকে নিয়ে যায় পুলিশ। ছবি: রাশেদ সুমন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শারমিন জাহানকে বরখাস্তের খবর জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে তাকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় শারমিন বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছিলেন। এটা চাকরি শৃঙ্খলার পরিপন্থী। বিএসএমএমইউতে নকল মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও রিমান্ড মঞ্জুর হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, শারমিন জাহান অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। তার কাছে ১১ হাজার মাস্কের অর্ডার দেওয়া হয়েছি। তিনি  চার লটে তিন হাজার ৪৬০টি মাস্ক সরবরাহ করেন। প্রথম দুই লটে এক হাজার ৭৬০ ও পরের দুই লটে এক হাজার ৭০০ মাস্ক সরবরাহ করেন। প্রথম দুই লটের মাস্ক ভালো পেলেও। পরের দুই লটে নকল মানহীন মাস্ক পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় জালিয়াতির মামলা দায়ের করা হয়। শনিবার তিনি গ্রেপ্তার হন।

সূত্র জানায়, শারমিন জাহান ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নেত্রকোনা কলেজে পড়ার সময় ছাত্রলীগ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষার্থী থাকাকালীনও ছাত্রলীগের নেতা হয়েছিলেন।

তিনি আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

8h ago