মালয়েশিয়ার উপকূলে নিখোঁজ সেই ২৬ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়ার ল্যাংকাওয়িতে নৌকা থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ ২৬ জন রোহিঙ্গা শরণার্থীর সন্ধান মিলেছে। তারা পার্শ্ববর্তী ছোট একটি দ্বীপের ঝোপে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন কোস্টগার্ডের সিনিয়র এক কর্মকর্তা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে একটি ছোট নৌকা থেকে ঝাঁপ দিয়ে একজন রোহিঙ্গা সাঁতরে ল্যাংকাওয়ির পশ্চিম উপকূলে উঠে আসেন। তার সঙ্গীরাও একই চেষ্টা করে সমুদ্রে নিখোঁজ হয়েছেন বলে সেসময় ধারণা করেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু পরবর্তীতে সেই রোহিঙ্গা শরণার্থীদের পার্শ্ববর্তী ছোট একটি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মহাপরিচালক মোহাম্মদ জুবিল মাত সোম এক ক্ষুদেবার্তায় বলেন, ‘উপকূলের কাছে ছোট্ট একটি দ্বীপের ঝোপের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।’
এই ২৬ জন রোহিঙ্গা বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের হাতে আটক রয়েছেন। এ ছাড়াও, তাদের পাচারের অভিযোগে আরও দুই জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
মালয়েশিয়ার সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ ২৪ রোহিঙ্গা, মৃত্যুর শঙ্কা
Comments