জাবি অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী মারা গেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী মারা গেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত্যকালে স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্যা শিক্ষার্থী রেখে গেছেন অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মোজাম্মেল হক চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। ড. মোজাম্মেল হক চৌধুরী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার অধিবাসী ছিলেন।
অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরীর মৃত্যুতে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীরা ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলেন।’
প্রয়াত ড. মোজাম্মেল হক চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন উপাচার্য।
Comments