সাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জন কারাগারে
কোভিড-১৯ এর ভুয়া রিপোর্ট তৈরি, অননুমোদিত অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে করা মামলায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের (এসএমসিএইচ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক মো. মশিউর রহমান রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করার পর, মহানগর হাকিম মাসুদ-উর-রহমান তাদেরকে আদালতে পাঠানোর আদেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন-হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত ও হাসপাতালের কর্মকর্তা সাহরিজ কবির।
আজ আদালতে প্রতিবেদন জমা দেওয়ার সময় মো. মশিউর রহমান বলেন, অননুমোদিত কোভিড-১৯ পরীক্ষা এবং পরীক্ষার রিপোর্ট জালিয়াতির বিষয়ে ওই তিন জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি তাদের কারাগারে রাখার আবেদন করেছিলেন।
আসামিদের আইনজীবী তাদের উন্নত চিকিৎসার আবেদন করলে, আদালত ফয়সালকে কারাগার হেফাজতে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
গত ২০ জুলাই র্যাব গুলশানের একটি হোটেল থেকে ফয়সালকে গ্রেপ্তার করে এবং ১৯ জুলাই হাসপাতালে র্যাবের অভিযানের সময় অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের পর, র্যাব-১ এর নায়েক সুবেদার ফজলুল বারী ওই তিন জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
Comments