ভারতের ১০টি রেল ইঞ্জিন উপহার পেল বাংলাদেশ রেলওয়ে

ছবি: আহমেদ হুমায়ুন কবির তপু

ভারত সরকারের দেওয়া ১০টি রেল ইঞ্জিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এবং পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এতে অংশ নেন। ভারতের পক্ষে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর, ভারতীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়রে মন্ত্রী পীযুষ গায়েল।

রেলপথ মন্ত্রী বলেন, ‘যাত্রীবাহী ট্রেনের চাহিদা বৃদ্ধির কারণে নতুন কিছু কোচ আমদানি করা হয়েছে। পাশাপাশি ভারতীয়  পণ্য পরিবহনের জন্য ভারত থেকে লোকোমোটিভ আনার বিষয়ে চিন্তা-ভাবনা করা হয়। ২০১৯ সালের আগস্টে সরকারিভাবে ভারত সফরের সময় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে লোকোমোটিভ সরবরাহের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, একই বছরের অক্টোবরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যৌথ বিবৃতির (প্যারা ২৭) আলোকে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়েকে ১০টি লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।’

টেকনিক্যাল বিষয়ে শর্তাবলীসহ (রক্ষণাবেক্ষণ, পরিচালনা) অন্যান্য বিষয়ে উভয় দেশের রেল কর্তৃপক্ষ যৌথভাবে নির্ধারণের পর আজকে হস্তান্তরের দিন ঠিক করা হয়। এটি বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদে পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এ লোকোমোটিভগুলো পেয়ে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন চাহিদা কিছুটা কমবে এবং পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের মধ্যে অধিক সংখ্যক যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।

এ সময় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শাসমুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: 

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago