লালবাগ থেকে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্য আটক

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির আট জন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি লালবাগের কোতোয়ালি জোনাল টিম।
ডিবি পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার রাজিব আল মাসুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ১০০ পিস চেতনানাশক এপিট্রা-০.৫ ট্যাবলেট, গড়ড়া লিখা ৪টি তরল (মুভ) স্প্রে বোতল, ৪টি নিক্স মলমের (নিক্স রাবিং বাম) কৌটা ও ৩০ গ্রাম মরিচের গুড়া জব্দ করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দলনেতা রানা সিকদারের (২৮) নেতৃত্বে মো. জুম্মাত (২৪) ও ভাড়া করা আরও ৬ জন মহানগরীর ধোলাইখাল এলাকার পশুর হাটে আগত কোরবানির পশু বেপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমবেত হন।
পুলিশ জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে। এ ঘটনায়ও তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
Comments