করোনায় চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর মৃত্যু

চিত্রপরিচালক আফতাব খান টুলু আর নেই। করোনায় আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে আজ মঙ্গলবার দুপুরে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তার মৃতুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ সিনেমাসংশ্লিষ্ট সংগঠনগুলো।
টুলুর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দায়ী কে?’। ছবিটি ১৯৮৭ সালে মুক্তি পায়। সে ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন যৌথভাবে এটিএম শামসুজ্জামান ও কাজী হায়াৎ।
তার পরিচালিত অন্য ছবিগুলো হলো: ‘দুনিয়া’, ‘ফুল আর কাঁটা’, ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘আমার জান’ ও ‘ভালোবাসা ভালোবাসা’।
শাকিব খান অভিনীত প্রথম সিনেমা ‘সবাই তো সুখী হতে চায়’ তিনি পরিচালনা করেছিলেন।
Comments