ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফেন্সিডিলসহ আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার এক সহযোগীকে ফেন্সিডিলসহ আটক করেছে সরাইল থানা পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান।
যোগাযোগ করা হলে এএসপি আনিসুর রহমান মুঠোফোনে বলেন, ‘ছাত্রলীগের ওই সাবেক নেতার কাছ থেকে ছয় বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। আটকের সময় তিনি ও তার সহযোগী এনাম হক পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনকে মারধর করেছেন।’
Comments