বেনাপোলে বড় ভাইকে গুলি করে হত্যার দায়ে ছোট ভাই আটক
যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে রাসেল হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করেছে তার আপন ছোট ভাই আমজাদ হোসেন (৪০)।
এ ঘটনায় আমজাদকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরের দিকে রাসেল হোসেন ও আমজাদ হোসেনের মধ্যে পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, ছোট ভাই আমজাদ হোসেন ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমজাদ হোসেনকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ পাশের গ্রাম গয়ড়া থেকে আটক করা হয়েছে।
হত্যার ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
Comments