সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসীসহ একই পরিবারের ৩ জন নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী রেলওয়ে ফ্লাইওভার এলাকায় সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের সোরাফ মোল্লার ছেলে জিয়াউর মোল্লা (৫৫), তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫) এবং নড়াইলের গাজীরহাট গ্রামের আতিকুর মোল্লার ছেলে ও এনামুলের ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিঙ্গাপুর প্রবাসী এনামুল একটি ভাড়া করা গাড়িতে তার বাবা, ভগ্নিপতি ও এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।’
‘চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে রেলিংয়ে সজোড়ে ধাক্কা খায়। এতে জিয়াউর মোল্লা, এমদাদুল হক ও সাজ্জাদ মোল্লা নিহত হন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Comments