ঈদে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৫ দিন
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুর স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে এই বন্দরে আগামীকাল থেকে শুরু করে ৪ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, ৫ আগস্ট থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
Comments