মারা যাওয়ার পর করোনা শনাক্ত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার মারা যাওয়া ৬০ বছর বয়সী ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার দুপুরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ওই ব্যক্তি কবিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন তাকে চিকিৎসা দিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর তিনি বাড়ি চলে যান। নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। গতকাল বুধবার রাতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে আসা করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে কবিরহাট উপজেলায় সাত জন মারা গেছেন বলেও তিনি জানান।
গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ৮৯ জনে দাঁড়ালো। তাদের মধ্যে দুই হাজার ২৮৫ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৬০ জন।
Comments