পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

পটুয়াখালীর গলাচিপায় তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর গলাচিপায় তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গলাচিপা উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য আজ সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠনো হয়।

এ ঘটনায় গলাচিপা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

গলাচিপা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, ওই তরুণী বুধবার বিকেলে গলাচিপায় ডাক্তার দেখাতে যায়। সেখানে সন্ধ্যা হয়ে গেলে সোনাখালীতে বোনের বাড়ী যাওয়ার জন্য গলাচিপা ফেরিঘাটে আসে। সেখানে পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি তাকে রাত হয়ে যাওয়া ও গাড়ী না পাওয়ার অজুহাতে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে একটি রুম ভাড়া করে ভুক্তভোগীকে রেখে আসে।

রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তি আরও চার জনকে নিয়ে হোটেল ম্যানেজারের সহায়তায় তরুণীর রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। পরে পর্যায়ক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করে। রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে পুলিশ হোটেল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং এ জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

31m ago