পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ, ২০ কিমি দীর্ঘ লাইন
ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া ফেরি ঘাটে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঘাটে আটকা পড়েছে কয়েকহাজার যানবাহন। পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।
গাড়ির চাপ বাড়ায় বিপাকে পড়েছে বিআইডব্লিউটিসি। ভোগান্তিতে পড়েছেন দেশের দক্ষিণ-পশ্চিাঞ্চরের ১৯টি জেলার হাজার হাজার মানুষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর আহাম্মেদ আজ শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।’
তিনি জানান, দৌলতদিয়া ঘাটের ছয়টি পন্টুনের মধ্যে পাঁচটি ও পাটুরিযা ঘাটের চারটির মধ্যে চারটি পন্টুনই সচল রয়েছে।
‘ছোট-বড় ১৬টি ফেরি চালু আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তবে, হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়েছে।’
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৬টি মিলে মোট ৩৪টি লঞ্চ সচল রয়েছে।
ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন না করা, জীবন রক্ষাকারী সরঞ্জাম নিশ্চিত করাসহ যাবতীয় দায়িত্বপালন করার জন্য ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও দমকল বাহিনীর সদস্যদের সক্রিয় থাকতে দেখা গেছে।
Comments