গৃহকর্মী নির্যাতনের মামলায় শাবিপ্রবি শিক্ষক ও তার স্বামী কারাগারে

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক সহকারী অধ্যাপক ও তার স্বামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর হাকিম সাইফুর রহমান এই আদেশ দেন। গতকাল বিকালে নগরীর আখালিয়ায় সুরমা আবাসিক এলাকার বাসা থেকে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী মাহমুদুল ইসলামকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ১২ বছর বয়সী ওই গৃহকর্মীকে নানা অজুহাতে নির্যাতন করে আসছিলেন এই দম্পতি। কয়েকদিন আগে লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়। বৃহস্পতিবার বাসার দরজা খোলা পেয়ে শিশুটি পালিয়ে পাশের বাসায় যায়। ওই বাসার গৃহকর্মীর সহায়তায় ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের আটক করা হয়েছি। পরে নির্যাতিত শিশুটির বাবা মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।’
Comments