ভারতের পর যুক্তরাষ্ট্রেও টিকটক নিষিদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Donald Trump
ফ্লোরিডায় রওনা হওয়ার আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, আজ শনিবারের মধ্যেই যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের জন্য একটি নির্বাহী আদেশে সই করতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।

এর আগে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ওই অ্যাপ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন মার্কিন নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা।

তবে, এই অভিযোগ নাকচ করে বাইটড্যান্স। সংস্থাটি জানায়, তাদের অ্যাপের ডেটা নিয়ন্ত্রণ কিংবা ব্যবহার করার অনুমতি চীন সরকারের নেই।

মাসিক হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ৮০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে।

ভারতের পর যুক্তরাষ্ট্রেও টিকটক নিষিদ্ধ হলে চরম ব্যবসায়িক ধাক্কার মুখে পড়বে বাইটড্যান্স।

ট্রাম্প বলেন, ‘টিকটকের ক্ষেত্রে যা বলতে পারি, আমরা শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।’

তবে, নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর হবে এবং এতে করে কোনো ধরনের আইনি চ্যালেঞ্জ আসবে কিনা এ বিষয়ে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

এর আগে, মাইক্রোসফট বাইটড্যান্সের কাছ থেকে টিকটক কিনে নিতে পারে— এমন একটি গুঞ্জন তৈরি হয়েছিল। এর মধ্যেই ট্রাম্পের এমন ঘোষণা এলো।

ওই ঘোষণার বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

গত ৩০ জুন, চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই জনপ্রিয় খুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, উইচ্যাটসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

টিকটক সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি। এটি বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি ডাউনলোড করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

11h ago