আবুধাবিতে আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু

ছবি: এএফপি

আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু হয়েছে বলে ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইট করে বিষয়টি জানিয়েছেন।

সৌদি গেজেট জানায়, বারাকাহ পারমাণবিক কেন্দ্রের ইউনিট-১ চালুর মাধ্যমে আরব বিশ্বের মধ্যে আরব আমিরাতই প্রথম বিদ্যুতের চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহার করবে।

শেখ মোহাম্মদ টুইটে বলেন, ‘আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরব বিশ্বের মধ্যে প্রথম নির্বিঘ্নে পারমাণবিক শক্তি চুল্লী পরিচালনা করায় সংযুক্ত আরব আমিরাতের সফলতা ঘোষণা করছি। এর কর্মীরা পারমাণবিক জ্বালানি দিয়ে পরীক্ষার মাধ্যমে এটি সফলভাবে চালু করতে পেরেছে।’

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় দেশটির প্রতিনিধি হামাদ আলকাবি টুইটে বলেন, ‘জাতির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। জাতিকে আধুনিক পদ্ধতিতে বিশুদ্ধ জ্বালানি সরবরাহ করতে এটি আমাদের স্বপ্ন ছিল।’

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago