চা বাগানের শিশুদের অন্যরকম ঈদ আনন্দ

চা শ্রমিকদের প্রতিনিয়ত দলবেঁধে কাজে ছুটতে হয়। সারাদিনের ক্লান্তি শেষে যখন সন্তানদের বুকে টেনে নেন তখন প্রকৃতিও হয়তো নীরবে কেঁদে ওঠে। অথচ ঈদ উৎসবে এমন ভালোবাসা চা বাগানের শিশুরা কখনো পায়নি। কিন্তু, এবার একদল তরুণের উদ্যোগে চা শ্রমিক পরিবারের শিশুদের নিয়ে হয়ে গেল ভিন্ন রকমের ঈদ আয়োজন।
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের প্রতিনিয়ত দলবেঁধে কাজে ছুটতে হয়। সারাদিনের ক্লান্তি শেষে যখন সন্তানদের বুকে টেনে নেন তখন প্রকৃতিও হয়তো নীরবে কেঁদে ওঠে। অথচ ঈদ উৎসবে এমন ভালোবাসা চা বাগানের শিশুরা কখনো পায়নি। কিন্তু, এবার একদল তরুণের উদ্যোগে চা শ্রমিক পরিবারের শিশুদের নিয়ে হয়ে গেল ভিন্ন রকমের ঈদ আয়োজন।

আয়োজকদের একজন আহমদ কবীর। তিনি বলেন, ‘চা শ্রমিকদের নুন আনতে পানতা ফুরোয়। ঈদ এলেও সন্তানদের ভাগ্যে তেমন কিছু জোটে না। তাই ঈদের দিনটাতে চা শ্রমিকদের নিয়ে আমাদের এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে গতকাল এই আয়োজন করা হয়। সেখানে চা শ্রমিক পরিবারের ১১৫ শিশু ঈদ আনন্দে মেতে ওঠে।’

স্কুলশিক্ষক ও গণমাধ্যমকর্মী সঞ্জয় দেবনাথ বলেন, ‘পোলাও, মাংস ও ডিম রান্না করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বসিয়ে খাওয়ানো হয়। খাবারের আগে সাবান দিয়ে কীভাবে হাত পরিষ্কার করতে হয় তা শেখানো হয়। এ ছাড়া, প্রত্যেক শিশুকে মাস্ক দেওয়া হয়। এ সময় শিশুরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন শুভ, সঞ্জয় দেবনাথ, আহমদ কবীর, নুরুল ইসলাম খান, বলরাম অলমিক, প্রবাসী জুয়েল আহমদ, দিলীপ কুমার দাস প্রমুখ।’

ছবি: সংগৃহীত

‘আমাদের সাধারণ ভাবনার বিপরীতে অনেক সময় ব্যতিক্রমী মুহূর্ত আমাদের সামনে চলে আসে। যে মুহূর্ত আমাদের মূল্যবোধকে ভীষণভাবে আন্দোলিত করে। আমাদের ভিতরে দায়বদ্ধতা তৈরি হয়। সেই দায়বোধের জায়গা থেকে আমাদের এই ঈদে ছিল ভিন্ন আয়োজন। চা বাগানের শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে খুব খুশি হয়েছে,’ তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago