নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ করা হয়েছে।

আজ রোববার ভোরে পাঠানটুলি বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া একই এলাকার বশির মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, মাদক সেবন নিয়ে তর্কের এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শনিবার রাত একটার দিকে মাদক সেবন নিয়ে বন্ধুদের সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ সময় অন্য বন্ধুরা মিলে শুভকে একাধিক ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘রোববার সকালে পাঠানটুলি এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য শুভর তিন বন্ধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহতের বাবা বশির মিয়া সাংবাদিকদের বলেন, ‘শুভ রাতে বন্ধুদের সঙ্গে বাসস্ট্যান্ড মোড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা কাটাকাটি হলে বন্ধুরাই শুভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।’  

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago