পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ২১ সদস্য ক্লোজড

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হওয়ায় পরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছরা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীসহ ২১ জনকে ক্লোজ করা হয়েছে। আজ রোববার সকালে তাদের কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম রেঞ্জের এডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) জাকির হোসেন এখন কক্সবাজার অবস্থান করছেন।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দিয়েছে। তাতে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীর একজন প্রতিনিধিও আছেন।’
আরও পড়ুন:
টেকনাফে পুলিশের গুলিতে ‘সাবেক সেনা কর্মকর্তা’ নিহত
তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments