ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে সাতটার দিকে ধামরাই থানাধীন বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী ফালগুনী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের তিন জন ঘটনাস্থলে নিহত হন।’
‘নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উভয় গাড়ি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক পলাতক রয়েছেন।’
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
Comments