আফগানিস্তানের কারাগারে হামলায় নিহত ২১, আইএসের দায় স্বীকার

ছবি: রয়টার্স

পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি কেন্দ্রীয় কারাগারে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল রোববার সন্ধ্যায় কারাগারে প্রবেশ পথে একটি গাড়িবোমা বিস্ফোরণের পরই বন্দুকধারীরা হামলা চালায়।

আজ সোমবার সকাল পর্যন্ত কারারক্ষীদের সঙ্গে গোলাগুলি চলে।

নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি গণমাধ্যমকে বলেন, ‘এ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। অন্যরা একটি আবাসিক ভবনের ছাদ থেকে নিরাপত্তাকর্মীদের দিকে গুলি ছুঁড়েছে।’

বার্তাসংস্থা এএফপি জানায়, ওই কারাগারে ১ হাজার ৭০০ জনেরও বেশি কারাবন্দি রয়েছে, যাদের অধিকাংশই তালিবান ও আইএসের সদস্য। 

কারাগার থেকে নির্দিষ্ট বন্দীদের মুক্ত করার জন্য আক্রমণ চালানো হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে জানা যায়নি।

রোববার, আফগান সরকার ও তালেবানদের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে এই হামলা চালানো হয়। শান্তি আলোচনার চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই কয়েকশ তালেবান বন্দি মুক্তি দিয়েছে আফগান সরকার।

আইএসের প্রতিদ্বন্দ্বী তালেবান জানায়, তারা এই হামলার জন্য দায়ী নন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

49m ago