মুগদা হাসপাতালের চিকিৎসাকর্মীদের হোটেলে থাকার তথ্য চেয়েছে দুদক
হোটেল সুপার স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের কাছ থেকে করোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের থাকা-খাওয়াসহ বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে এ সব তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে এ সব তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হচ্ছে।
মুগদা হাসপাতালের কাছে চাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের থাকা-খাওয়া, পরিবহণ ও আনুষঙ্গিক ব্যয় সংক্রান্ত ‘কোয়ারেন্টিন এক্সপেন্স’ খাতে বরাদ্দপত্র। হোটেল সুপার স্টারসহ অন্যান্য হোটেলের দাখিলকৃত কোটেশন, থাকা-খাওয়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত চুক্তিপত্রের কপি। হোটেল কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত বিল ও টাকার পরিমাণ, ব্যাংক বিবরণী ইত্যাদি।
হোটেল সুপার স্টারের কাছে চাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত কত জন চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মী এই হোটেলে কত দিন থেকেছেন ও খাওয়া-দাওয়া করেছেন তার তালিকা। হোটেলের ক্যাটাগরিভিত্তিক থাকা-খাওয়ার মূল্য তালিকা ইত্যাদি।
আগামী ৯ আগস্টের মধ্যে এসব কাগজপত্র দুদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই অভিযোগে হোটেল ৭১ এর কাছ থেকেও এ সংক্রান্ত রেকর্ডপত্র নিয়েছে দুদক।
Comments