করোনা ভ্যাকসিনের ‘জাদুকরি সমাধান’ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বিশ্বে যখন করোনার ভ্যাকসিন ট্রায়াল নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে, তখন ভ্যাকসিনের কোনো ‘জাদুকরি সমাধান’ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস।
Tedros Adhanom Ghebreyesus
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস। ছবি: রয়টার্স ফাইল ফটো

সারা বিশ্বে যখন করোনার ভ্যাকসিন ট্রায়াল নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে, তখন ভ্যাকসিনের কোনো ‘জাদুকরি সমাধান’ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস।

গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তেদরোস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘এই মুহূর্তে কোনো “সিলভার বুলেট” (জাদুকরি সমাধান) নেই। তা কখনো নাও আসতে পারে।’

একইসঙ্গে, বিশ্ববাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, হাত ধুতে ও মাস্ক পরতে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, ‘এ সবগুলোই করুন।’

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘কিছু কিছু ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। আমরা আশা করছি, কার্যকর ভ্যাকসিন পাবো। যা দিয়ে সংক্রমণ রোধ করা যাবে।’

‘যা হোক, এই মুহূর্তে কোনো “জাদুকরি সমাধান” নেই। তা কখনো নাও আসতে পারে,’ যোগ করেন তিনি।

তার মতে, ‘এখন সংক্রমণ রোধে জনস্বাস্থ্যের মূল বিষয়গুলো ও রোগ নিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে। পরীক্ষা করতে হবে। অন্যদের সংস্পর্শ থেকে রোগীদের আলাদা করে চিকিৎসা দিতে হবে।’

‘ট্রেসিং ও কোয়ারেন্টিনের’ ওপরও জোর দেন তিনি।

আজ মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬ লাখ ৯২ হাজার ৬৭৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ২৪ হাজার ২৫৩ জন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago