চসিক প্রশাসক হিসেবে আ. লীগ নেতা খোরশেদ আলম সুজনের নিয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
Khorshed Alam Sujon
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে বলেও জানান মন্ত্রী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ আছে আর মাত্র একদিন। আগামীকাল ৫ আগস্ট নাসিরের মেয়াদ শেষে ও পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন মেয়র না আসা পর্যন্ত খোরশেদ আলম সুজন দায়িত্ব পালন করে যাবেন।

গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে মার্চের মাঝামাঝি নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago