শীর্ষ খবর

অবৈধভাবে সোয়া ৬ কোটি আয়ের অভিযোগে পাপিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ছয় কোটি ২৪ লাখ টাকা আয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ মামলাটি করেন।
শামীমা নূর পাপিয়া। স্টার ফাইল ছবি

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ছয় কোটি ২৪ লাখ টাকা আয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, পাপিয়া ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারির মধ্যে হোটেল ওয়েস্টিনকে তিন কোটি ২৩ লাখ টাকা নগদ পরিশোধ করেন।

এই টাকা তিনি হোটেলের প্রেসিডেন্সিয়াল ও চেয়ারম্যান সুট, রেস্তোঁরা, স্পা, লন্ড্রি এবং বারসহ ২৫টি কক্ষ ব্যবহার বাবদ দেন।

শপিংয়ের জন্য তিনি ব্যয় করেছেন ৪০ লাখ টাকা। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিলের মধ্যে পাপিয়া বাড়ি ভাড়া বাবদ ৩০ লাখ টাকা ব্যয় করেন এবং ব্যবসায় এক কোটি ২০ লাখ টাকা লগ্নি করেন।

এ ছাড়া, পাপিয়া ও তার স্বামীর অ্যাকাউন্টে আরও ৩০ লাখ ৫২ হাজার টাকা পাওয়া যায়।

এ বছর ফেব্রুয়ারিতে পাপিয়ার বাড়িতে র‍্যাবের অভিযানে আরও ৫৮ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়। তার স্বামী মফিজ প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি গাড়ির মালিক।

মামলার বিবরণীতে বলা হয়, ‘ব্যয় করা এই অর্থের বিপরীতে তারা আয়ের কোনো বৈধ উত্স দেখাতে পারেনি। …এতে বোঝা যায় যে তারা অপ্রদর্শিত উৎস থেকে এই অর্থ পেয়েছে।’

এ বছর ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

Comments

The Daily Star  | English

Those who cannot accept Tarique's leadership will come to polls: home boss

BNP leaders, who cannot accept the leadership of the party’s Acting Chairman Tarique Rahman, will take part in the upcoming election, said Home Minister Asaduzzaman Khan Kamal today

20m ago